Wednesday, January 5, 2011

স্বাস্থ্য সেবায় হামদর্দ

স্বাস্থ্য সেবায় হামদর্দ







মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার একজন পরিচর্যাকারী বা সঙ্গীর খুব দরকার হয়৷ দরকার হয় সেবা ও পথ্য৷ ভাব অর্থে এ উপাদানগুলোও একজন রোগীর সঙ্গী৷

পারসিয়ান শব্দ হামদর্দ-এর বাংলা অর্থ ব্য থার সঙ্গী বা উপশমকারী৷ অর্থাত্‍ পথ্য হোক বা মানুষ হোক যে অসুস্থ মানুষের সঙ্গে থেকে তার সেবা করে৷ ১৯০৬ সালে হাকিম আব্দুল মজিদ দিলস্নীতে প্রথম যখন হামদর্দ প্রতিষ্ঠা করেন তখন তার উদ্দেশ্যও ছিল অসু্স্থ মানুষের সেবার জন্য কাজ করা৷ সেই মহত্‍ উদ্দেশ্যের পাশাপাশি তার আরও একটি উদ্দেশ্য ছিল- প্রাচ্যের প্রাকৃতিক ওষুধ সম্পদকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করা৷
একটা সময় ছিল যখন মানুষ তার শরীরের নানাবিধ রোগের চিকিত্‍সার জন্য প্রাকৃতিক ওষুধি গাছগাছালির ওপরই নির্ভর করত৷ পরবর্তীতে সিনথেটিক উপায়ে ওষুধ উত্‍পাদনের পন্থা আবিষ্কার হয় এবং বিভিন্ন ওষুধ কোম্পানি সিনথেটিক ওষুধ উত্‍পাদনে গেলেও হামদর্দ প্রকৃতি থেকে গৃহীত ওষুধি গাছের নির্যাস থেকেই গবেষণার মাধ্যমে আধুনিক মানসম্পন্ন ওষুধ প্রস্তুত করে রোগীর সেবা নিশ্চিত করে আসছে৷ কারণ, ইউনানি পদ্ধতিতে প্রাকৃতিক ভেষজ থেকে উত্‍পাদিত ওষুধ সম্পূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত৷ ওষুধের উচ্চতর মান ধরে রাখার লৰ্যে হামদর্দ তাদের ওষুধ প্রস্তুতের জন্য আধুনিক বৈজ্ঞানিক যন্ত্রপাতি, দৰ লোকবল এবং প্রাকৃতিক কাঁচামাল ব্যবহার করে আসছে৷ এজন্য তারা কাঁচামাল সংগ্রহ করতে দেশেই উত্‍পাদিত গাছগাছালি ব্যবহার করে, বিদেশ থেকে কোনো কাঁচামাল তাদেরকে আমদানি করতে হয় না৷
যেহেতু ভেষজ বা আয়ুর্বেদীয় পথ্য সরাসরি ওষুধি গাছ, ফল, ফুল, পাতা, নির্যাস থেকে তৈরি হয় এবং অনেকেরই ধারণা থাকে যে, অস্বাস্থ্যকর পদ্ধতিতে আয়ুর্বেদীয় কিংবা ভেষজ ওষুধ প্রস্তুত হয়ে থাকে৷ কিন্তু হামদর্দ সে ধারণা ভেঙে দিয়েছে৷ সমপূর্ণ স্বয়ংক্রিয় মেশিন দ্বারা কাঁচামাল প্রক্রিয়াজাতকরণ এবং ওষুধ প্রস্তুতকরণের জন্য হামদর্দের রয়েছে অত্যাধুনিক ল্যাবরেটরি৷ মেঘনাঘাটের পাশে অবস্থিত হামদর্দের এই ল্যাবরেটরিতে গিয়ে দেখা যায় কম্পিউটারাইজড এসব মেশিনারিজের দ্বারা অত্যনত্ম সূক্ষ্ম মান নিয়ন্ত্রণের মাধ্যমে তৈরি হচ্ছে হামদর্দের পথ্য সামগ্রি৷
বর্তমানে বাংলাদেশে হামদর্দের আধুনিক, স্বয়ংসম্পূর্ণ যন্ত্রপাতিসম্পন্ন ওষুধ কারখানা রয়েছে৷ যার মাধ্যমে হামদর্দ তৈরি ও বাজারজাতকরণ করছে প্রায় ৩০০ ইউনানি ওষুধ৷ এবং চিকিত্‍সকের চিকিত্‍সাপত্র অনুযায়ী বিক্রি ছাড়াও ক্রেতাদের কাছে অতি পরিচিতি লাভ করা ওষুধসমূহ ক্রেতারা হামদর্দের বিভিন্ন বিক্রয় কেন্দ্র থেকে নাম ধরে কিনে থাকেন৷ স্বয়ংসম্পূর্ণ ওষুধ কোম্পানির পাশাপাশি হামদর্দ বাংলাদেশ মেঘনাঘাটের নিকটবর্তী জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ ব্রিজের পাশেই ১০০ বিঘা জায়গার ওপর একটি প্রাকৃতিক ওষুধ গবেষণাগার গড়ে তোলার কাজ করছে৷ নিজস্ব জায়গায় বিশ্ববিদ্যালয় গড়ে তোলার কাজও চলছে পুরোদমে৷ চট্টগ্রাম হিল ট্র্যাক্টস এলাকায় ৩০০ একরের একটি স্থান নির্ধারণ করেছে ওষুধি গাছের আবাদের জন্য৷ লৰ্য রয়েছে এই স্থানটিতে উত্‍পাদিত ওষুধি গাছ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করার মাধ্যমে বাংলাদেশে প্রচুর বৈদেশিক মুদ্রাও অর্জন করবে৷
হামদর্দ একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, এটি একটি ইনস্টিটিউশন, যা দেশ ও আনত্মর্জাতিক জনগণের সেবায় নিয়োজিত৷ এর অভ্যনত্মরীণ লভ্যাংশ হামদর্দ ফাউন্ডেশনের মাধ্যমে জাতীয় এবং আনত্মর্জাতিক মানবতার স্বার্থে খরচ হয়৷ হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশে আর্তমানবতার সেবায় কাজ করে আসছে দীর্ঘদিন ধরে৷ ঝড়, জলোচ্ছ্বাস, বন্যায় ত্রাণ বিতরণের পাশাপাশি তারা অপুষ্টি দূরীকরণ কর্মকা-, অসুস্থ রোগীদের হাসপাতালে সেবা নিশ্চিতকরণ, বিভিন্ন পৰাঘাতগ্রসত্ম রোগীদের মনোবল বৃদ্ধিকরণ ও তাদের জীবন যাত্রার মানোন্নয়নের জন্য বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে হামদর্দ ফাউন্ডেশন৷ ইউনানি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল নামে বগুড়াতে হামদর্দ ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীদের ইউনানি চিকিত্‍সায় বৃত্তিসহ উচ্চশিৰা প্রদান করা হচ্ছে৷ এর পাশাপাশি ফাউন্ডেশনটি বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, চ্যারিটেবল ইনস্টিটিউশন, স্কুল, কলেজ, এতিমখানা, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা, অতি দরিদ্র মানুষের মাঝে রিকসা-ভ্যান বিতরণ, প্রাপ্ত বয়স্ক দরিদ্র ছেলেমেয়েদের বিয়ের ব্যবস্থা ইত্যাদি কাজ করে আসছে৷ শিৰার বিকাশে কেবল নিজেদের প্রতিষ্ঠানই নয়, শীঘ্রই হামদর্দ ফাউন্ডেশন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য শহীদ হাকিম মোহাম্মদ সৈয়দ মেমোরিয়াল স্কলারশিপ প্রজেক্ট বৃত্তি প্রদান করবে এমন পরিকল্পনাও তাদের রয়েছে৷
বাংলাদেশ জুড়ে ৬টি বিভাগীয় অঞ্চলের বিভিন্ন জেলায় অবস্থিত মোট ৯১টি কিনিক ও বিক্রয় কেন্দ্রে বিভিন্ন রোগের পরামর্শ, পরীৰা ও সেবা বিনামূল্যে দিয়ে থাকে হামদর্দ৷ সেখানে রোগীকে কেবলমাত্র ওষুধের মূল্য দিতে হয়৷ আর যাদের ওষুধ কেনার সামর্থ্য নেই তাদেরকে বিনামূল্যে ওষুধ দিয়ে চিকিত্‍সা নিশ্চিত করে থাকে হামদর্দ৷

হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ
হামদর্দ ভবন
ঢাকা-১২০৫, টেলিফোন: ৮৮০-২৯৬৬৫৯৬৫-৬৬, ৮৬২৫১৯৪, ৮৬২৭০০৩, ৯৬৭১৬৬৫, ৯৬৭২৩১২
ফ্যাক্য : ৮৮০-২৮৬১৬৯৫৮, ই-মেইল: hamdard@bdmail.net, hamdrdbd@bdmail.net,
ওয়েব : www.hamdardbd.com

No comments:

Post a Comment