জন্মগতভাবে ঠোঁটকাটা ও তালুকাটা ব্যক্তিদের বিনা মূল্যে অস্ত্রোপচার করায় ইসলামী ব্যাংক হাসপাতাল, মিরপুর। আজ ২ ডিসেম্বর, ২০১৫ -তে এ সেবা দেওয়া হয়েছে। এ জন্য প্লাস্টিক সার্জন ডা. মুহাম্মদ কামরুজ্জামান ও ডা. এ এম জিয়াউল হক মাসুমের তত্ত্বাবধানে একটি বিশেষজ্ঞ টিম গঠন করা হয়।
যোগাযোগের ঠিকানা : ইসলামী ব্যাংক হাসপাতাল, প্লট-৩১, মেইন রোড-৩, ব্লক-ডি, সেকশন-১১, মিরপুর, ঢাকা। ফোন : ০২৯০২৭৯৬২-৩।
ইসলামী ব্যাংক হাসপাতাল, ২৪/বি আউটার সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা। ফোন: ৯৩৩৬৪২১-৩, ০১৯৮১৪১৫৪০৩, ০১৭২৭৬৬৬৭৪১-২।
তাদের জিজ্ঞাসা করে জানা যায় যে, তারা কয়েক মাস পর পর এই সার্ভিস দিয়ে থাকে। গত ৬ নভেম্বর, ২০১৫ ইসলামী ব্যাংক হাসপাতালের মতিঝিল শাখায় এই সেবা দেয়া হয়। সেখানে প্লাস্টিক সার্জন ডা. সৈয়দ শামসুদ্দিন আহমেদের তত্ত্বাবধানে একটি বিশেষজ্ঞ টিম গঠন করে এই চিকিৎসা দেয়া হয়।
No comments:
Post a Comment