Monday, July 18, 2011

চাঁদপুরে এই প্রথম নির্মিত হলো বৃদ্ধাশ্রম


চাঁদপুর (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম): চাঁদপুর জেলাস্থ মতলব উত্তর উপজেলার জীবগাঁয়ে নির্মিত হলো জর্জ নগর ‘মা ফাতেমা’ বৃদ্ধাশ্রম । এটি এ জেলার নির্মিত একমাত্র বৃদ্ধাশ্রম। ছেংগারচর পৌরসভার জীবগাঁয়ের জর্জ নগরে ৪ একর জমির উপর এই বৃদ্ধাশ্রমটি নির্মান করেন স্থানীয় রফিকুল আলম জর্জ। ২০০৭ সালে এর নির্মান কাজ শুরু হয় এবং বর্তমানে এর নির্মান কাজ শেষ পর্যায়ে রয়েছে। এ বৃদ্ধাশ্রমে ১ম পর্যায়ে স্থান পাবে ১শ ৫২ জন বৃদ্ধা। এখানে সবধরনের সুবিধাদি নিশ্চিত করা হবে। খুব শীঘ্রই এর আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে এর প্রতিষ্ঠাতা রফিকুল আলম জর্জ জানান। বৃদ্ধাশ্রমের অধিবাসীদের সুবিধার জন্য তাদের আবাস ভবনের সামনে থাকছে খোলা মাঠ, চিকিৎসার জন্য থাকছে জর্জনগর রাবেয়া নাসের মেডিকেল হাসপাতাল, পুকুর, মিনি চিড়িয়াখানা ও ছোট পরিসরের পার্ক।

// চাঁদপুর, ১৮ জুলাই (বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম) // এফ.আর //

No comments:

Post a Comment