Monday, July 4, 2011

প্রথম মানসিক চিকিৎসা: বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা প্রদান

একাদশ শতকে ইসলামী হাসপাতালগুলোতে মানসিক রোগীর চিকিৎসার জন্য আলাদা বিশেষ ওয়ার্ড থাকত। সে সময়ও মুসলমান চিকিৎসকবৃন্দ রোগীর অসুস্থতাকে রোগ হিসেবেই চিহ্নিত করতেন এবং রোগীকে মানবিক সেবা প্রদান করতেন। অথচ সমসাময়িক সময়ে ইউরোপে তাদের প্রচলিত প্রথানুযায়ী চরম অমানবিক যে কাজটি করতো তাহলো রোগীকে জীবন্ত অগ্নিদগ্ধ করা হত। মুসলমান চিকিৎসকবৃন্দ মানসিক রোগীদের উপশমের যাবতীয় ব্যবস্থা গ্রহন করতেন। এমনকি মুসলমান চিকিৎসকবৃন্দ মানসিক রোগীদের প্রয়োজনীয় মানবিক সেবার পাশাপাশি ঔষধ এবং সাইকোথেরাপিও প্রদান করতেন যা ইতিহাসে প্রথম। প্রতিটি প্রধান ইসলামী শহরে একটি করে মানসিক রোগীর সেবাকেন্দ্র থাকত যেখানে বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হত। বস্তুতপক্ষে বর্তমান চিকিৎসা কাঠামোর তুলনায় সে সময়কার ইসলামী ব্যবস্থাপনায় মানসিক রোগীর চিকিৎসা পদ্ধতিটি অনেক বেশী মানবিক ও কার্যকরী ছিল। এরপরেও যদি বলা হয় ১৭৯৩ ঈসায়ীতে তথাকথিত ফিলিপ পিনেল ফ্রান্সে মানসিক রোগীর সেবা কেন্দ্র পরিচালনার মাধ্যমে প্রথম চিকিৎসা দিয়ে মানসিক রোগ সারানোর পদ্ধতির আধুনিকীকরণ করে। তাহলে বিষয়টি কত বড় মিথ্যাচার হিসেবে সাব্যস্ত হয়?
- সত্যান্বেষী


No comments:

Post a Comment