Friday, July 22, 2011

ঠোট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেবে ইবনেসিনা হাসপাতাল

ঠোট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেবে ইবনেসিনা হাসপাতাল
ঠোট ও তালুকাটা রোগীদের কোনরকম খরছ ছাড়া সম্পুর্ণ বিনামূল্য উন্নতমানের চিকিৎসা দেওয়ার উদ্যেগ নিয়েছে সিলেট ইবনেসিনা হাসপাতাল। অপারেশনের পাশাপাশি সকলপ্রকার পরিক্ষা ও ঔষধ সহ রোগিদের যাতায়ত খরচও বহন করবে হাসপাতাল কতৃপক্ষ। আগামীকাল ২২ শে জুলাই থেকে প্রতি শুক্র ও শনিবার নিয়মিত চলবে এ কার্যক্রম। অপারেশন পরিচালনা করবেন ঢাকা মেডিকেল কলেজের সাবেক বার্ণ ও প¬াস্টিক সার্জারী বিভাগের প্রধান প্রফেসর ডা সৈয়দ সামসুদ্দিন আহম্মদ। -বিজ্ঞপ্তি

বৃহস্পতিবার, ২১ জুলাই ২০১১,

1 comment:

  1. ঢাকাতে এই সেবা কিভাবে পেতে পারি?

    ReplyDelete