Monday, March 14, 2011

স্বাস্থ্য সেবায় মোবাইল ফোন

অসুস্থ্য মাকে নিয়ে কালাম মিঞার যত দুঃশ্চিন্তা। গত দশ বছরে ডায়াবেটিস রোগে আক্রান্ত কালাম মিঞার মায়ের ইদনিং যুক্ত হয়েছে প্রচন্ড মাথা ব্যথা। গত একমাস যাবত প্রচন্ড মাথা ব্যথায় প্রায় প্রায় সজ্জাসায়ি হতে হয় তাকে। সন্তানের কাছে মায়ের একটি আবেদন এই শেষ বয়সে ঢাকায় এনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা। কালাম মিঞায়র মত এক জন নিম্ন মধ্যবিত্ত লোকের জন্য সংসারের খরচ চালিয়ে, মায়ের চিকিৎসা করা অসম্ভব হয়ে পড়েছে। মায়ের শেষ অনুরোধটুকু রক্ষা করার জন্য তার শেষ সম্বল জমির কিছু অংশ বন্ধক রেখে ঢাকা এসে চিকিৎসা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে জানেনা কোথায় যাবে, কার কাছে যাবে এবং কি ভাবে চিকিৎসা করবে। অবশেষে মাকে নিয়ে এম্বুলেন্স ভাড়া করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং ড্রাইভারের পরামর্শে একটি ক্লিনিকে ভর্তি করেন ও অবশেষে সর্বসান্ত হয়ে ভুল চিকিৎসা নিয়ে বাড়ি ফিরতে হয়।

সঠিক তথ্যের অভাবে আমাদের দেশে এভাবে বহু রোগী প্রতিদিন সর্বসান্ত হয়ে যাচ্ছে।স্বাস্থ্য খাতে মোবাইল ফোনই পারে এসকল রোগীদের সঠিক তথ্য প্রদান করে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে। আমাদের দেশে যেখানে শতকরা ৭০ ভাগ বিশেষজ্ঞ চিকিৎসক বড় বড় শহরগুলোতে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা দিয়ে আসছে অন্যদিকে দেশের ৭০ ভাগ গ্রাম ও উপজেলায় বসবাস করার জন্য দেশের এ সকল অভিজ্ঞ চিকিৎসকদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

নদীমাতৃক আমাদের এই দেশে সড়ক যোগাযোগ ব্যবস্থা যতটা উন্নয়ন হয়নি তার চেয়ে অনেক বেশী উন্নয়ন হয়েছে টেলিযোগাযোগ ব্যবস্থা। এই টেলিযোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগিয়ে Mobile Health System (mHealth system ) ব্যবস্থাপনার মাধ্যমে একদল অভিজ্ঞ চিকিৎসক ও কম্পিউটার বিশেষজ্ঞের মেধা ও আন্তরিকতাই পারে এসকল দরিদ্র জনগোষ্ঠীর কাছে আধুনিক চিকিৎসা ব্যবস্থা পৌছে দিতে। বিশ্বের অনেক উন্নয়শীল দেশে এই মোবাইল ফোনকে কাজে লাগিয়ে (mHealth system) এর মাধ্যমে দরিদ্র জন গোষ্ঠির মাঝে উন্নত চিকিৎসা ব্যবস্থা পৌছিয়ে দেওয়া সম্ভব হয়েছে। এক সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা আনুমানিক ৭০ লক্ষ। তাই এই মোবাইল ফোন দিয়ে সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে গ্রামে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠির মধ্যে উন্নত চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে সঠিক ধারনা দেওয়া যেতে পারে। তাই আধুনিক এই সিস্টেম ব্যবহার করে সরকার স্বাস্থ্য খাতকে অল্প সময়ে ও অল্পখরচে ডিজিটালাইজড করতে পারবে।

কি ভাবে সম্ভব

ATI MobiHealth নামক একটি mobile application software যা মোবাইল ফোনে Install করে বাংলাদেশে বর্তমানে মোবাইল নেটওয়ার্ক সিস্টেমটি ব্যবহার করে আমাদের দেশের ইঞ্জিনিয়ার ও ডাক্তারাই পারবে mHealth (Mobile Health System) সিষ্টেম চালু করতে। এই সিষ্টেম দ্বারা একজন রোগী মোবাইল ফোনের মাধ্যমে অতি অল্প খরচে সহজে ডাক্তার, হাসপাতাল, ডায়াগনস্টিক ল্যাব ও ঔষধ সম্পর্কে সঠিক তথ্য পেতে পারে, যার মাধ্যমে রোগী অতি সহজে সিদ্ধান্ত নিতে পারবে এবং ডাক্তারগন রোগীদের চিকিৎসা সেবা পৌছাতে পারবেন।

কি কি প্রয়োজন

মোবাইল ফোন, mobile application software (ATI MobiHealth) মোবাইল নেটওয়ার্ক, ও ডাটা সংরক্ষন এর জন্য Central Server। যা মোবাইল ফোনের মাধ্যমে কোন একজন রোগীর অনুসন্ধান Central Server থেকে সংগ্রহ করতে পারবে ।

mHealth সিষ্টেম থেকে কি কি সুবিধা পাওয়া যাবে

  • স্বাস্থ্য ব্যবস্থাপনায় শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করা যাবে।
  • দেশের অনুন্নত জায়গা গুলো থেকে স্বাস্থ্য বিষয়ক ডাটা সংগ্রহ করা যাবে।
  • কোন রোগের জন্য কোন ডাক্তার কখন ও কোথায় রোগী দেখেন এসম্পর্কে তথ্য পাওয়া যাবে।
  • অতি সহজেই বিষেশঞ্জ ডাক্তারের Appointment নেওয়া যাবে।
  • কোন হাসপাতালে কি ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয় সে সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাবে।
  • বিভিন্ন দুর্ঘটনায় জরুরী চিকিৎসা যেমন সাপে কাটা ইত্যাদি সম্পর্কে চিকিৎসা পাওয়া যাবে।
  • কোন ল্যাব এ কি কি ধরনের টেস্ট হয় তার সম্পর্কে তাৎক্ষনিক তথ্য পাওয়া যাবে।
  • অনুন্নত জায়গায় কোন রোগ সম্পর্কে আগাম সতর্কতা জানানো যাবে।
  • খাদ্য ও পুষ্টি সম্পর্কে দরিদ্য জনগোষ্টির মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যাবে।

ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুল হাসান
সিনিয়র সিস্টেম এ্যানালিষ্ট ও বিভাগীয় প্রধান
ইনফরমেশন ম্যানেজমেন্ট ইউনিট
বারডেম হাসপাতাল, শাহবাগ, ঢাকা
email: jahid@dab-bd.org

No comments:

Post a Comment