স্টাফ রিপোর্টার ॥ সপ্তাহে একদিন দুস্থ ও হতদরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ প্রদান করবে জয়নুল হক সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ এ্যান্ড হসপিটাল। প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ সেবা প্রদান করা হবে। এ জন্য কলেজের শিৰার্থীদের নিয়ে জেড এইটিন ইনিসিয়েটিভ নামের একটি সংগঠন গঠন করা হয়েছে। ইতোমধ্যে সংগঠনের তহবিলে ৩৫ লাখ টাকা জমা হয়েছে। আগামীতে এই তহবিল থেকে এতিম শিশুদের থাকা-খাওয়া, চিকিৎসা এবং শিৰা ব্যয়ও বহন করা হবে। সংগঠন পরিচালনা করবেন জয়নুল শিকদারের নাতনি মেন্ডি সিকদার।
রবিবার কলেজের অডিটোরিয়ামে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করেন জয়নুল হক সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ এ্যান্ড হসপিটাল ও ন্যাশন্যাল ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক সিকদার। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নুল হক সিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ এ্যান্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা হক সিকদার, ভাইস চেয়ারম্যান পারভীন হক সিকদার, পরিচালক লিসা হক সিকদার, ন্যাশনাল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর একেএম শফিকুর রহমান, কলেজের অধ্যৰ অধ্যাপক আবু শামিম প্রমুখ।
উদ্বোধনের সময় জয়নুল হক সিকদার ডাক্তারদের উদ্দেশে বলেন, যারা বিনামূল্যে চিকিৎসা নিতে আসবে তাদের যেন কোনভাবে কষ্ট পেতে না হয়। গরিব ও অসহায় মানুষদের আনত্মরিকতার সঙ্গে চিকিৎসা প্রদানের আহ্বান জানিয়ে তিনি বলেন, এর বিনিময়ে ডাক্তারদের বেতন ভাতা বৃদ্ধি করা হবে। এছাড়া আগামী দিনে মানুষের কল্যাণে আরও কাজ করার প্রতিশ্রম্নতি দেন তিনি। এই সেবা কাজকে দীর্ঘায়িত এবং এর কর্মকা- আরও বিসত্মীর্ণ করতে সর্বাত্মক সহায়তা করার আশ্বাস দেন জয়নুল হক সিকদার।
কলেজের অধ্যৰ অধ্যাপক আবু শামিম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কলেজের পৰ থেকে সব ধরনের সহায়তা প্রদান করার প্রতিশ্রতি দেন।
ন্যাশনাল ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর একেএম শফিকুর রহমান ডাক্তারদের সমালোচনা করে বলেন, এক সময় ডাক্তারী পেশা সেবামূলক থাকলেও এখন অনেক ডাক্তার সে অবস্থা থেকে সরে এসেছেন। বর্তমানে বেশিরভাগ ডাক্তার স্বার্থসংশিস্নষ্ট কাজে ব্যসত্ম থাকেন। এর মাঝে দরিদ্র মানুষের সেবার জন্য শিৰানবিস ডাক্তারদের এ ধরনের উদ্যোগ প্রমাণ করছে, নতুন প্রজন্ম আবার ডাক্তারী পেশাকে সেবামূলক পেশা হিসেবে গড়ে তুলতে চায়।
Source: Daily janakantha
১৮ এপ্রিল ২০১১
No comments:
Post a Comment