মোবাইল ফোনে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিটি সরকারী হাসপাতালে (মোট ৪৮২টি হাসপাতাল) মোবাইল ফোনে ২০০৯ সালের মে মাস থেকে স্বাস্থ্য সেবা চালু আছে। এ সব মোবাইল ফোনের নাম্বার স্থানীয় পর্যায়ে প্রচারের ব্যবস্থা করা হয়েছে এবং স্বাস্থ্য বিভাগের ওয়েব সাইটেও (www.dghs.gov.bd) দেয়া হয়েছে। ২৪ ঘন্টা ব্যাপি কোন না কোন চিকিৎসক এই মোবাইল ফোনের কল গ্রহন করেন। স্থানীয় জনগন এসব মোবাইলে ফোন করে হাসপাতালে না এসেই বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ নিতে পারেন। উক্ত কার্যক্রমটি স^র্বাত্মকভাবে চালু রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট হাসপাতালে যাতে সকল সময় ব্যবস্থাটি চালু থাকে ও কল গ্রহনকারী জন সাধারনের সাথে ভালো ব্যবহার করা হয় সে জন্য তদারকি বৃদ্ধি করা হয়েছে। কর্মসূচীটি এ২ আই এর কুইক উইন তালিকা ভুক্ত।
• প্রতিটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে সেবা নিতে আসা জনগন যদি সেবা না পান সে বিষয়ে অভিযোগ জানাতে বা সেবার মান বাড়ানোর পরামর্শ দিতে এসএমএস ভিত্তিক কমপ্লেকা্র ইন/সাজেশন বক্স স্থাপন করা হয়েছে। কিভাবে এসএমএস পাঠাতে হবে তা বর্ননা করে প্রতিষ্ঠানগুলোর দেয়ালে সাইন বোর্ড লাগানো আছে। অভিযোগ বা পরামর্শ স্বয়ংক্রিয়ভাবে কেন্দ্রে পৌছে এবং সেখান থেকে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ হতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরিত হয়। উক্ত কর্মসূচীটি ২০১১-১২অর্থ বছরেই বাস্তবায়িত হয়েছে।
For Government Health service mobile no click here:
No comments:
Post a Comment