Wednesday, January 19, 2011

ঠোঁট তালু নাক ও গাল কাটা শিশুদের অস্ত্রোপচারে সিঙ্গাপুরের চিকিৎসক দল


দেশের ঠোঁট কাটা, তালু কাটা, নাক ও গাল কাটা শিশুদের মুখে হাসি ফোটাতে সিঙ্গাপুর থেকে এক দল তরুণ চিকিৎসক এসেছেন বাংলাদেশে। তারা শিশুদের অস্ত্রোপচার করে বিকৃত চেহারা ঠিক করে দেবেন। এজন্য কোন ফি লাগবে না। মোহাম্মদপুরের ইকবাল রোডে কেয়ার হাসপাতালে সোমবার (তারিখ: ১৭-০১-২০১১)শুরু হয়েছে অপারেশন স্মাইল বাংলাদেশ। আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা ইউনিসেফের সহায়তায় বাংলাদেশ সিঙ্গাপুর ফ্রেন্ডশিপ মিশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে বিনামূল্যের এ চিকিৎসা সেবা। এবার বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বাছাই করা ১০০ শিশুকে অস্ত্রোপচার করা হবে। এ বিষয়ে কেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অপারেশন স্মাইল বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক সাইদ সিদ্দিকী, কেয়ার হাসপাতালের পরিচালক অধ্যাপক পারভিন ফাতেমা, অপারেশন স্মাইল- সিঙ্গাপুরের ডা. ভিনসেন্ট ইয়া, অপারেশন স্মাইল বাংলাদেশের প্রতিষ্ঠাতা বিনা ফাইজ প্রমুখ। -প্রেস বিজ্ঞপ্তি
Source: Daily Ittefaq

No comments:

Post a Comment