Saturday, January 1, 2011

বিনামূল্যে সুনেত্রা-র চক্ষু পরীক্ষা শিবির, কলকাতা


Posted 2009-05-14 1 by sudarshana

সুনেত্রা ফ্যামিলি আই কেয়ার সেন্টার প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার তাদের হাসপাতালে বিনামূল্যে একটি চক্ষু পরীক্ষা শিবির চালাচ্ছে। নিম্ন আয়ভুক্ত মানুষদের জন্য এই শিবিরটি খুবই কাজে লাগছে। এই দুটি রবিবারে সকাল সাড়ে আটটা থেকে দুপুর ১১টা পর্যন্ত চোখ পরীক্ষা করা হয়। উপস্থিত থাকেন ১ জন অপথ্যালমোলজিস্ট, ২ জন অপটোমেট্রিস্ট ও ৪/৫ জন স্টাফ।
উপস্থিত রোগীদের চোখের প্রাথমিক পরীক্ষা করা হয়। তাদের ভিশন, পাওয়ার দেখে ওষুধ বাতলানো হয়। যদি সেই ওষুধের স্যাম্পল থাকে, তবে রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এরপর যদি কোন পরীক্ষা বা সার্জারির ব্যাপার থাকে তাহলে সেটা খুব কম খরচে সুনেত্রা-য় করানোর ব্যবস্থা করা হয়। সার্জারির ক্ষেত্রে শুধু ওষুধের খরচ নেওয়া হয়। প্রতি শিবিরে প্রায় ৫০-৬০ জন রোগী উপস্থিত থাকেন , হাসপাতাল সূত্রে জানা গেল।
এখানে আগে নাম লেখানোর দরকার নেই , নির্দিষ্ট রবিবারগুলিতে উপস্থিত থাকলেই চোখ পরীক্ষা করানো যায়। এ বিষয়ে আরও জানতে যোগাযোগ করতে পারেন- সুনেত্রা ফ্যামিলি আই কেয়ার সেন্টার, ১০৫০/১ সার্ভে পার্ক, কলকাতা ৭০০০৭৫। ফোন- ২৪১৮৮২২৩।

No comments:

Post a Comment