Wednesday, January 5, 2011

শ্রীপুর দাতব্য চিকিৎসালয়

ভাংনাহাটি নিবাসী জালাল উদ্দিন আকন্দ এম এস সি শ্রীপুর দার্তব্য চিকিৎসালয় নামে একটি কেন্দ্র স্থাপন করেন। উক্ত চিকিৎসা কেন্দ্রের জন্য জমিদান করিয়াছেন, শ্রীপুর নিবাসী জনাব নুর মোহাম্মদ ফকির। প্রতি শুক্রবারে রোগীদিগকে বিনামুল্যে ওষুধ বিতরণ করা হয়। এবং ব্যবস্থাপত্র দেওয়া হয়। এই চিকিৎসা কেন্দ্রে একটি পরিচালনা পরিষদ আছে। উক্ত পরিষদের সদস্য হইলো-

১। জনাব হুমায়ুন কবির সরকার।

২। মোঃ আবদুল কাদির

৩। কামরুজ্জামান আকন্দ।

পশু হাসপাতাল ঃ ১৯৪০সালে গৃহ পালিত পশু পাখীর জন্য তৎকালীন প্রাদেশিক গর্ভনর মি: ডগলাসের নামে ডগলাস পশু হাসপাতাল নামে একটি পশু হাসপাতাল স্থাপন করা হয়। ভিত্তি প্রস্থর স্থাপন করেন নবাব খাজা সাহাবুুদ্দিন উক্ত মিটিং এর সভাপতিত্ব করেন তৎকালীন বঙ্গপ্র্রেদশেল মন্ত্রী আরপি সিং উক্ত হাসপাতালে প্রথম চিকিৎসক ছিলেন। মি. আর বি দত্ত ইহা ১৯৮৮ সালে আধুনিক পশু হাসপাতালে উন্নীত করা হয়। বর্তমান পশু চিকিৎসক জনাব মুছাদ্দিকুর রহমান ও পশু পালন অফিসার জনাব আমজাদ হোসেন।

Source: www.sreepur.net

No comments:

Post a Comment