বান্দরবানে আনসার ভিডিপি সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় বান্দরবানের সাতটি উপজেলার প্রায় ১১ শ' আনসার ভিডিপি ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। আজ সোমবার সকালে বান্দরবান জেলা আনসার ভিডিপি কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সেনাবাহিনীর সদর জোনের কমান্ডার লে. কর্নেল মোঃ সাইদ সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন জেলা আনসার এ্যাডজুটেন্ট নুরে আলম সিদ্দিকী। এছাড়া অনুষ্ঠানে আনসার ভিডিপি কর্মকর্তা ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন। পরে চিকিৎসকরা গ্রাম ভিডিপি ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও তাদের মাঝে ঔষধ বিতরণ করেন।
আগে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি আনসার সদস্যরা সরকারের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেও ভিডিপি সদস্যরা এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এখন থেকে ভিডিপি ও তাদের পরিবারের সদস্যরা প্রতিবছর বিনামূল্যে আনসার কার্যালয় থেকে চিকিৎসা সেবা পাবেন। এর ফলে পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকায় নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে ও গ্রাম প্রতিরক্ষার কাজে নিয়োজিত ভিডিপি ও তাদের পরিবারের সদস্যরা চিকিৎসা সেবার আওতায় এলেন।
Source: http://www.chtnews.net
No comments:
Post a Comment