সিআরপি-বাংলাদেশ
Centre for the Rehabilitation of the Paralysed(CRP)। জনসাধারণের কাছে সিআরপি নামে ব্যাপক পরিচিত। সংস্থাটি বাংলাদেশ ও বৃটেনের কয়েকজন ফিজিওথেরাপিষ্টদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৭৯সাল থেকে সিআরপি-বাংলাদেশ দেশের পক্ষাঘাত গ্রস্থদের পূণর্বাসনে কাজ করে যাচ্ছে। পক্ষাঘাতগ্রস্তদের উন্নয়নের সাথে সিআরপি মানবাধিকার, দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্যসেবা ও শিক্ষা নিয়ে কাজ করে। বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে শতকরা দশ ভাগ প্রতিবন্ধী আছেন। অথচ এই বিশাল অংশ জনগোষ্ঠীর জন্য শুধু মাত্র সিআরপি কাজ করে থাকে। সংস্থাটির হেড অফিস সাভারে অবস্থিত। সেখানে রোগীদের চিকিৎসার জন্য রয়েছে ১০০বেড বিশিষ্ট একটি স্পেশাল হাসপাতাল। এছাড়াও মিরপুর, গনকবাড়ি, গোবিন্দাপুর ও মানিকগঞ্জে সংস্থাটির সাব-অফিস রয়েছে। পক্ষাঘাতগ্রস্থদের পাশাপাশি হোপাটাইটিস-বি ও যৌনবাহিত রোগ বালাই নিয়ে কাজ করে থাকে।
Centre for the Rehabilitation of the Paralysed (CRP)
PO CRP-Chapain
Savar
Dhaka 1343
Bangladesh
Tel: (880)2 7745464-5
Fax: (880)2 7745069
e-mail: info@crp-bangladesh.org
ওয়েব: www.crp-bangladesh.org
বিশ্বের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ ও আইসিটি অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজি তাদের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) অংশ হিসেবে সেন্টার ফর দি রি-হ্যাবিলিটেশন অব দি প্যারালাইসড-সিআরপিতে একটি কম্পিউটার ল্যাব তৈরি প্রতিষ্ঠা করেছে। এই ল্যাব সিআরপিতে আসা প্রতিবন্ধীদের কর্মসংস্থান তৈরির জন্য প্রশিক্ষণে সহায়তা করবে।
সাভারে সিআরপির প্রধান কার্যালয়ে গত বুধবার ১৯ অক্টোবর২০১১, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ এএসএম ফিরোজ এমপি। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝিং জিয়ানি, হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেডের সিইও ওয়ান্ডার ওয়াং এবং সিআরপির প্রতিষ্ঠাতা ও কো-অর্ডিনেটর ভেলরি টেইলর উপস্থিত ছিলেন।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে এএসএম ফিরোজ বলেন, হুয়াওয়ের এই কম্পিউটার ল্যাব প্রতিবন্ধী তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানে সহায়ক হবে। আমরা চাই এ ধরনের উদ্যোগ তারা অব্যাহত রাখুক।
চীনের রাষ্ট্রদূত ঝিং জিয়ানি বলেন, এখানে কেবল ব্যবসা নয়, হুয়াওয়ে সিএসআরের যেসব কর্মসূচি বাস্তবায়ন করছে, তা এখানকার মানুষের জীবনমান উন্নয়নে কাজে লাগছে।
ওয়ান্ডার ওয়াং বলেন, আমরা মানুষকে ভালোবেসে তাদের আরও কাছে যেতে চাই। যোগাযোগ সেবার পাশাপাশি মানুষের জীবনমানের উন্নয়ন, প্রশিক্ষণ এবং তাদের এগিয়ে নেয়ার খাতিরে কিছু সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করছি। এর আগে বুয়েটে আমরা একটি জিএসএম ল্যাব করেছি। সিআরপিতে এবার কম্পিউটার ল্যাব করলাম। আগামীতে এ ধরনের কার্যক্রম বৃদ্ধি করা হবে এবং তা অব্যাহত থাকবে। অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী শিশুরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে অংশ নেয়।