Friday, June 17, 2011

চিকিৎসা ও স্বাস্থ্যতথ্য বিষয়ে পাঁচটি সাইট

চিকিৎসা ও স্বাস্থ্যতথ্য বিষয়ে পাঁচটি সাইট

অন্যতম মৌলিক অধিকার চিকিৎসা সেবা থেকে বাংলাদেশের অধিকাংশ মানুষ বঞ্চিত। এক জরিপে দেখা যায়, এ দেশের প্রায় সাড়ে সাত লাখ প্রাপ্তবয়স্ক ও ৪০ হাজার শিশু চোখের ছানি এবং অন্যান্য কারণে দৃষ্টিহীনতায় ভুগছে। আর কিডনি রোগে আক্রান্ত হলে বেশির ভাগ লোক জানতেই পারেন না, তিনি রোগে আক্রান্ত। কিডনি রোগের চিকিৎসা এতোই ব্যয়বহুল যে, দেশের ৯৫ পারসেন্ট মানুষেরই দীর্ঘ মেয়াদি এ চিকিৎসা চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই। সরকারি হসপিটালগুলোতে চিকিৎসা সেবার বেহাল অবস্থা। ৯ তারিখের দৈনিক পত্রিকার খবর, ঢাকার অন্যতম চারটি হসপিটাল ১০ ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় ছিল। চিকিৎসা সেবার যখন এই হাল, তখন আমাদের দেশে কিছু প্রতিষ্ঠান ওয়েবসাইটের মাধ্যমে চিকিৎসা সেবা দেয়ার জন্য এগিয়ে এসেছে। আজ এ নিয়ে আমাদের আলোচনা।

http://health.evergreenbangla.com
এভারগ্রিন বাংলা ডট কম তাদের অন্যান্য সেবার মতো স্বাস্থ্য বিষয়ক একটি সেবা চালু করেছে। এ সাইটে তারা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত স্বাস্থ্য বিষয়ক রচনা, প্রবন্ধ এবং আলোচনার সঙ্কলন বাংলায় এবং ইউনিকোডে তৈরি করেছে। সাইটটি দেখতে ততোটা সুন্দর না হলেও সেখানে যে তথ্যগুলো সংরক্ষিত হচ্ছে তা অতি মূল্যবান। অনেকে রোগকে অবহেলা করে এক সময় গুরুতর অবস্থায় পড়েন। আবার অনেকে সহকর্মী বা প্রতিবেশীর সঙ্গে পরামর্শ করে ভুল ওষুধ সেবন করে। সবার জন্যই এ সাইটটি তথ্যসমৃদ্ধ সাইট হিসেবে বিবেচিত হতে পারে। প্রতিটি রোগকে আলাদা ভাবে সাজানো হয়েছে এখানে। বিভিন্ন ডাক্তারের পরামর্শও যুক্ত করা হয়েছে।

http://www.mbbsdoctor.com
এ সাইটটিও চমৎকার একটি উদ্যোগ। বাংলা এবং ইংরেজি দুই ভাষায় এখানে বিভিন্ন রোগের বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে। উপসর্গ এবং লক্ষণ থেকে শুরু করে কি করা উচিত, কখন ডাক্তার দেখানো উচিত এবং রোগ নির্ণয়ের পরে কিভাবে প্রতিষেধক নেবেন এবং রোগ প্রতিরোধের উপায়গুলোও এখানে সুন্দর করে দেয়া আছে। এখানে ডাক্তার এবং হসপিটালের তথ্যসমৃদ্ধ একটি ডেটাবেজ আছে। যেখানে অসুখের নাম দিয়ে ডাক্তার খোজা যায়। সেই ডাক্তার কোথায় এবং কখন বসেন সেসব শেডিউলসহ ডাক্তারের চেম্বারের ফোন নাম্বার পাওয়া যায়। ঢাকা শহরে ২৪ ঘণ্টা যে ওষুধের দোকানগুলো খোলা থাকে সেগুলোর ঠিকানাসহ বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ব্যাংক এবং অ্যাম্বুলেন্স সরবরাহ করে এমন প্রতিষ্ঠানগুলোর ঠিকানা এখানে দেয়া আছে।

http://www.doctorsbd.com
সাইটটি বাংলাদেশের রোগী এবং নতুন ও পুরনো সব চিকিৎসকের জন্য একটি মিলনকেন্দ্র। সারা দেশের ডাক্তারদের একটি বিশাল ডেটাবেজ তৈরির চেষ্টা চালানো হচ্ছে এখানে। ডাক্তারদের ছবিসহ তাদের তথ্যাদি সংরক্ষণ করা হচ্ছে। এতে করে যে কোনো জেলার ডাক্তারকে খুজে বের করা সম্ভব। সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তারের সঙ্গে অনলাইন কনসালটেশনের সুবিধা এখানে দেয়া হচ্ছে। সংগঠন সংবাদসহ বিভিন্ন চিকিৎসা সাময়িকী পাওয়ার জন্য বিভিন্ন লিঙ্ক যুক্ত করা হয়েছে।

http://www.rokto.org
মোট ৭৯১ জন রক্তদাতা এ সাইটের সঙ্গে যুক্ত আছেন। এটি একটি ভার্চুয়াল বস্নাড ব্যাংক। আপনিও ইচ্ছা করলে এখানে একজন মেম্বার হতে পারেন, যা কি না সম্পূর্ণ ফ্রি। এখানে লগইন করার মাধ্যমে আপনি অন্যান্য রক্তদাতার সম্পর্কে তথ্যাদি জানতে পারবেন, তাদের কাছে প্রয়োজনে রক্তের আবেদন করতে পারবেন। আবার সদস্যরা ছাড়াও যে কোনো ব্যক্তির রক্তের প্রয়োজনীয়তা দেখা দিলে রক্তের গ্রম্নপসহ আর্জেন্ট রিকোয়েস্ট জানাতে পারবেন। এটি রক্তদাতাদের কাছে চাহিদা পৌছানোর একটি দ্রম্নততম মাধ্যম, যা আপনিও ব্যবহার করতে পারেন। এখানকার কমেন্ট সেকশনটি হয়তো কতর্ৃপৰের দৃষ্টিগোচর হয়নি, হলে অবশ্যই তারা অপ্রয়োজনীয় লিঙ্কগুলো মুছে ফেলতেন।

www.dab-bd.org
বাংলাদেশে ডায়াবেটিস আক্রানত্দ রোগীদের স্বাস্থ্যসেবা দেয়ার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। এ সমিতির অফিশিয়াল সাইট হলো এটি। এ সাইটটি বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কার্যক্রম ও তাদের বিভাগগুলো সম্পর্কে বিসত্দারিত তথ্য সরবরাহ করে থাকে। ডায়াবেটিস কি এবং এটি হলে ওষুধ গ্রহণের মাত্রা সম্পর্কে এখানে কিছু তথ্য দেয়া আছে।


Source and Writer : সৈয়দ জিয়াউল হাবীব রুবন

Sunday, June 5, 2011

Free Health Service by Bandarban youth blood donor group, Bangladesh

প্রকৃতির অপরূপ মহিমামন্ডিত পর্যটন নগরী বান্দরবান পার্বত্য জেলায় ১৩ ভাষাভাষী পাহাড়ী-বাঙ্গালী অসাম্প্রদায়িক জনগোষ্ঠীর বসবাস। এ এক বিরল দৃষ্টান্ত। সম্প্রীতির বন্ধনের এক উজ্জ্বল নক্ষত্র হলো ভূস্বর্গ খ্যাত এই বান্দরবান। পর্যটন নগরী হলেও অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছে পার্বত্য জনপদের মানুষজন। জীবন জীবিকার সংগ্রামে এই এলাকার অনেক হতদরিদ্র বঞ্চিত মানুষের জীবনে দুঃখ দুর্দশা্ নিত্য সঙ্গী।
এইসব বিপন্ন মানুষের অসহায় চেহারার দিকে তাকালে মনে প্রশ্ন জাগে এইসব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নুন্যতম মানবিকতা কি নেই আমাদের মাঝে? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা সমাজকে কিছু দিতে চায়, পাল্টে দিতে চায় সমাজের চেহারা। আমরা এমনি কিছু তরুণ মানব সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি পার্বত্য জনপদ বান্দরবানে। মানবতার সেবায় আমরা আছি, আমরা থাকব এই স্লোগানকে কন্ঠে ধারণ করে আমরা বান্দরবানবাসীকে জানান দিই একটি সোনালী সকালের। গড়ে উঠে বান্দরবান ও দক্ষিণ চট্টগ্রামের মধ্যে প্রথম রক্তদানের সংগঠন- "বান্দরবান ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ"
২০০৮ সালের ১লা জুলাই একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে আত্মপ্রকাশ করে মানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি। আর ধীরে ধীরে বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমরা ছুটে চলেছি আগামীর সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে।
"বান্দরবান ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাগুলোই হবে আগামীর সাফল্য"

বাস্তবায়িত কিছু কার্যক্রম:
  • বান্দরবান ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপের উদ্যোগে ইতিমধ্যে ২০০৮-০৯, ২০০৯-১০ শিক্ষাবর্ষে বান্দরবান সরকারী কলেজ, বান্দরবান সরকারী মহিলা কলেজ, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করানো হয়েছে। শুধু তাই নয় বান্দরবান পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা কার্যক্রমে সদর হাসপাতাল ও সেনা রিজিওনের সাথে সাথে বান্দরবান ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপও প্রত্যক্ষ সহযোগীতা প্রদান করে এসেছে। এসব কার্যক্রম পরিচালনার মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী রক্তদাতা সংগ্রহের কার্যক্রমও সমান গতিতে চলছে।
  • সংগঠনের পক্ষ থেকে এ পর্যন্ত অসহায় রোগীদের প্রায় ১২০০ ব্যাগ রক্ত দান করা হয়েছে।
  • বান্দরবানের বিভিন্ন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যারা বিভিন্ন সময়ে রক্ত দিয়েছেন তাদের মধ্যে ডোনার কার্ড বিতরণ করা হয়েছে।
  • রক্তদাতাদের স্বেচ্ছায় রক্তদানে আগ্রহী করে তুলতে সংগঠনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়।
  • স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন রেলি ও সেমিনারের আয়োজনা করা হয়েছে। তার মধ্যে সোয়াইন ফ্লু সচেতনতামূলক রেলি ও বিনামূল্যে মাস্ক বিতরণ উল্লেখযোগ্য। রেলিতে প্রায় ৩০০ মাস্ক বিতরণ করা হয়।
  • সংগঠনের কার্যক্রম বান্দরবানবাসীর মাঝে তুলে ধরার জন্য ২০০৮ সালের এক বছরের সার্বিক কার্যক্রমের ভিডিও ডকুমেন্টারী প্রকাশ করা হয়েছে।
  • সংগঠনের পক্ষ থেকে ২০১০ সালের ৩০০টি ক্যালেন্ডার ছাপানো হয়েছে, যা স্বেচ্ছায় রক্তদাতাদের উপহার স্বরূপ বিতরণ করা হচ্ছে।
  • ১৫ই আগস্ট ২০১০ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বান্দরবান প্রেসক্লাব প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর আয়োজন করা হয়।
  • ১০/০৯/২০১০ ইং তারিখ ঈদুল ফিতর উপলক্ষ্যে গরীব, প্রতিবন্ধী মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
  • এতিম শিশুদের নিয়ে হাফেজিয়া এতিমখানায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
  • ১ ডিসেম্বর ২০১০ ইং তারিখ বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে বর্ণাঢ্য রেলি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়।
For more information browse this website: http://www.bybdg.org/p/blog-page_12.html

Friday, June 3, 2011

সেবা ক্লিনিকে বিনামূল্যে করা হলো ঠোট ও তালু কাটা রোগীদের অস্ত্রপচার

সেবা ক্লিনিকে বিনামূল্যে করা হলো ঠোট ও তালু কাটা রোগীদের অস্ত্রপচার


চাঁপাইনবাবগঞ্জের অসহায় দরিদ্র পোড়া রোগীদের প্লাষ্টিক সার্জারীসহ ঠোট ও তালু কাটা রোগিদের বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান ও অস্ত্রপচার করা হয়েছে।

শুক্রবার সকালে শহরের সেবা ক্লিনিকের উদ্যেগে চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডাঃ মুক্তারা বেগম। ডাঃ আবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, ঢাকা মেডিক্যাল কলেজের বার্ণ ও প্লাস্টিক সার্জারী ইউনিটের সাবেক বিভাগীয় প্রধান ডাঃ সৈয়দ সামসুদ্দিন আহম্মেদ, বিএমএ চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি ডাঃ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী, সেবা ক্লিনিকের পরিচালক ডাঃ ময়েজ উদ্দীন ও ডাঃ আনোয়ার জাহিদ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবদিক তালেবুন নবী ও সাংবাদিক মাহবুবুর রহমান মিন্টু প্রমুখ। পরে ঢাকা মেডিক্যাল কলেজের বার্ণ ও প্লাস্টিক সার্জারী ইউনিটের সাবেক বিভাগীয় প্রধান ডা. সৈয়দ সামসুদ্দিন আহম্মেদের নেতৃত্বে একটি টিম ৫৪ জন ঠোট ও তালু কাটা এবং ৩৭ জন পোড়া রোগীদের চিকিৎসা সেবা ও অস্ত্রপচার করেন। এসময় ঢাকা টিমের সাথে আসা ডাঃ শামিম কবির সিদ্দিকী, ডাঃ শরিফুল ইসলাম, হাবিবুর রহমান, রফিকুল ইসলাম ও আলতাব হোসেন উপস্থিত ছিলেন। বক্তারা প্রতিবছর এরকম চিকিৎসা ক্যাম্পের আয়োজন করার অনুরোধ জানালে ডাঃ সৈয়দ সামসুদ্দিন আহম্মেদ প্রতি বছর চাঁপাইনবাবগঞ্জ জেলায় দরিদ্রদের পাশে দাঁড়িয়ে এরকম ক্যাম্প করার ঘোষনা দেন।
Source: http://www.chapainawabganjnews.com