Sunday, December 26, 2010
Tuesday, December 21, 2010
Touching Souls International Giving Free Cataract Surgery and Eye Treatment in Bangladesh as Part of Ongoing Program June 6, 2010
Touching Souls International, an organization dedicated to providing the support, services, and assistance in health, education and safe environment needed by the economically disadvantaged people of Bangladesh, announces that it will begin a three-day eye camp beginning June 6, 2010. The eye camp, part of the organization's Sight Restoration and Blindness Prevention Project, will provide eye treatment to more than 1,000 disadvantaged patients. In addition, 60 patients will receive free cataract surgery with lens implant. The eye camp will be held in Maizkhapon Union Parishad Office, Nilganz, Bangladesh.
The 60 patients selected for free cataract surgery will be taken to Mymensingh Eye Hospital and to receive treatment and lens implant. On the third day of the campaign, all patients will be brought back to Maizkhapon Union Parishad Office. A second eye camp will take place on June 23 at a district location to be determined.
A large number of individuals in Bangladesh are cataract blind, a condition that is curable in most cases. However, for many Bangladeshis, cataract surgery is very expensive. As a result, many who are cataract blind may remain blind throughout their lives. Since Touching Souls International began its eye sight and blindness prevention project in 2005, the organization has performed 445 cataract surgeries with lens implant free of charge for the poor people of Kishoreganj District of Bangladesh. In addition, more than 7,600 patients have received eye screening and treatment as part of the program. From this year Touching Souls International will provide their eye camp in different districts of Bangladesh.
Touching Souls International is also planning to hold a cleft-lip camp in Kuliarchar, Bangladesh. The organization is currently seeking 20 cleft-lip patients for treatment during this camp.
Cleft-lips and cleft-palates are a major problem in Bangladesh and other developing countries. Individuals with a cleft-lip of cleft-palate are unable to eat or speak properly, often resulting in lives of isolation filled with the pain and shame of being deemed socially unacceptable. Touching Souls International helps by providing free reconstructive surgery for children and adults with cleft-lip or cleft-palate. Since 2001, the organization has performed 36 cleft-lip camps, each one providing free cleft-lip surgeries for 15 to 70 disadvantaged patients.
For more than 25 years, friends and family members of the organization have supported many projects in Bangladesh. On top of its eye and cleft-lip/cleft-palate camps, Touching Souls International provides a variety of other services to the people of Bangladesh. The organization's Artificial Limb Project, for example, will provide artificial limbs to 10 patients this year, while its Palliative Care Project continually works to provide funding for palliative care to those who are nearing the end of their lives. Touching Souls International also runs a school of 225 students, provides educational scholarships to those in grades 5 through 12, provides fellowships for water forum journalists, and runs a self-reliant program to help individuals gain back their self reliance and self respect. The organization also runs a home for the homeless program and an arsenic awareness program in different districts of Bangladesh.
"By doing the cataract surgery, we give sight to the cataract blind. By doing cleft-lip surgery we provide the freedom of smile. By providing artificial limbs and a self-reliant program, we provide freedom of work. By running schools and offering scholarships, we provide freedom of education. Through providing water forum journalism and an arsenic awareness program, we provide freedom to have clean water to survive. By providing palliative care, we offer a support system for patients facing life-threatening illness," says Tahmina Sultan, president of Touching Souls International. "Every program offered by Touching Souls International significantly improves the quality of life in Bangladesh."
For more information about Touching Souls International or its Sight Restoration and Blindness Prevention Project taking place on June 6, visit http://www.touchingsoulsintl.org/.
Friday, December 17, 2010
সন্ধানী মানুষের পাশে তারুণ্য
Monday, December 6, 2010
নারায়ণগঞ্জের প্রবীণ হাসপাতাল মানব সেবার অনন্য দৃষ্টান্ত
চাষাঢ়া হতে মাত্র তিন কিলোমিটার দূরে দক্ষিণ সস্তাপুরে একটি সংগঠনের প্রবীণ হাসপাতাল নীরবে নিভৃতে মানবসেবা করে যাচ্ছে। প্রবীণ হাসপাতালটিতে অসহায় আর দুস্থদের চিকিৎসাসেবার পাশাপাশি এ স্থানটি এখন প্রবীণদের আড্ডাস্থল হিসেবেও পরিচিত পেয়েছে।
মাসে একদিন এখানে বিনা ফিতে চিকিৎসাসেবা দেয়া হয়। প্রতিদিন বিকালে সেখানে ভীড় করে এলাকার প্রবীণরা। তারা সেখানে বসে একে অন্যের সঙ্গে কুশল বিনিময় আর ছোটখাট নানা ইসু্যতে তোলেন আলোচনার ঝড়। কিন্তু পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকায় প্রায়শই তাদের দুর্ভোগ পোহাতে হয়। খোলা আকাশের নীচে রোদ বৃষ্টিতে বিড়ম্বনা পেঁৗছায় চরমে। দিন দিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালটিতে স্থান সংকুলন হয় না। ফলে রোগীদের দীর্ঘসময় দাঁড়িয়ে থাকতে হয়।
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান নামক সংগঠনটি এ প্রবীণ হাসপাতালটির কার্যক্রম চালিয়ে আসছে। এটা প্রতিষ্ঠানের ২৩ তম শাখা। কার্যক্রম পরিচালনার জন্য পাঁচ জনের উপদেষ্টা পরিষদ ও ২১ সদস্যের কার্যকরী পরিষদ রয়েছে।
নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার জানান, দক্ষিণ সস্তাপুর এলাকায় বসবাসরত শিশু বিশেষজ্ঞ ডা. ক্যাপ্টেন (অব.) নজরুল ইসলাম ১৯৯৬ সালে এলাকায় মহিলা মাদ্রাসা ও দাতব্য চিকিৎসালয়ের নামে ১৪ শতাংশ জমি দান করেন। ওই বছর থেকেই সেখানে একটি মহিলা মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে। এর দুই বছর পর ৯৮ সালে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান উক্ত স্থানে তাদের কার্য্যক্রম শুরু করে। ওই জমির ৭ শতাংশ মাদ্রাসার কার্যক্রম ও বাকি ৭ শতাংশে চলে সংগঠনটির কার্যক্রম। সংগঠনটির মূল উদ্দেশ্য ছিল মানবসেবা। এ কারণেই সেখানে প্রবীণ হাসপাতালের নামে দাতব্য চিকিৎসালয় খোলা হয়। নির্মাণ করা হয় একটি ভবন।
৯৮ সালের জুলাই হতে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত ডা. এস এম মোসাদ্দেক ও রাশিয়া হতে প্রশিক্ষণপ্রাপ্ত ডা. জেড আহম্মেদ মিলে প্রতি মাসের শেষ মঙ্গলবার বিকালে বিনা ফিতে উক্ত প্রবীণ হাসপাতালে রোগী দেখতে শুরু করেন। পরবর্তীতে ডা. জেড আহম্মেদ কানাডায় চলে যান। বর্তমানে ডা. মোসাদ্দেকের সঙ্গে ডেন্টাল সার্জন ডা. শাহেদ আলম মাসের শেষ মঙ্গলবার বিনা ফিতে রোগী দেখে ব্যবস্থাপত্র প্রদান করছেন।
এ হাসপাতালে মূলত এলাকার অসহায় ও দুস্থ রোগীরাই বেশী আসেন। যাদের টাকা দিয়ে ডাক্তার দেখানোর সামর্থ্য নেই সেসব মানুষের একটি বড় অংশ আসেন এখানে। এ স্থানে বিনা ফিতে রোগী দেখে ব্যবস্থাপত্র প্রদান করা হলেও যেসব রোগীর ওষুধ কেনারও সামর্থ্য নেই তাদেরকে সহায়তা করা হয়ে থাকে।
রোগী দেখা ছাড়াও প্রতিষ্ঠানটি প্রবীণ সেবা পুরস্কার করে থাকে। যেসকল পরিবার তাদের বৃদ্ধ পিতা-মাতা বা শ্বশুর-শাশুড়িকে যত্ন ও শ্রদ্ধার সঙ্গে সেবা-যত্ন করে আসছে এমন ব্যক্তিদের পুরস্কৃত করা হয়। নিয়মিত পোলিও টিকার কার্যক্রমও চলে এ কেন্দ্রে।
মোজাম্মেল আরো জানান, তাদের ইচ্ছা উক্ত স্থানটি প্রবীণদের জন্য উপযুক্ত করে গড়ে তোলা। প্রবীণরা যাতে এখানে এসে কিছুটা সময়ের জন্য অন্তত বিনোদনে মত্ত থাকতে পারে সে ব্যবস্থার চেষ্টা চলছে। এখানে সময় কাটানোর জন্য নিয়মিত পেপার রাখা, দাবা-ক্যারাম বোর্ডসহ অন্যান্য ইনডোর খেলার ব্যবস্থা করা। সেই সঙ্গে চিকিৎসাসেবার পরিধি বৃদ্ধির জন্য তিন কক্ষ বিশিষ্ট একটি ভবন নির্মাণ অতীব জরুরী। এজন্য তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। প্রসঙ্গত, গত মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক এম সামছুর রহমান হাসপাতালটি পরির্দশন করে তাৎক্ষণিক ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন।
Sunday, December 5, 2010
Free Cancer Treatment in Pakistan
You can give your Zakat and other donation to help poor cancer patients in their struggle against cancer.
Call 111 155 555 to have your donation or zakat cheques picked up from home within Pakistan.
CONTACT INFORMATON |
Shaukat Khanum Memorial Cancer Hospital and Research Centre 7-A, Block R-3, Johar Town, Lahore, Pakistan Tel: +92 42 35945100 UAN: 111-155-555 |
International Liaison Office: ilo@skm.org.pk.................................... |
Saturday, December 4, 2010
Free heart treatment for kids at Sri Sathya Sai Institute in Bangalore, INDIA
Bangalore, April 15 (ANI): To bring an everlasting smile on children needing heart treatment, the Sri Sathya Sai Institute Higher Medical Sciences is offering free heart surgery here.
The free service will enable the needy parents to have their kids treated without being worried about the cost.
The Sri Sathya Sai Institute Higher Medical Sciences is located in E.P.I.P. Area, White Field, Bangalore.
The authorities can be contacted for any information through Email:adminblr@sssihms.org.in or via telephone +91-080-28411500. (ANI)
Mailing Address:
Sri athya Sai Institute of Higher Medical Sciences
EPIP Area, Whitefield,
Bangalore 560 066,
Karnataka , INDIA .
Fax +91 - 080- 28411502
Employment related +91- 080- 28411500 Ext. 415
Friday, December 3, 2010
Thursday, December 2, 2010
Donation for free treatment of the poor people
This organisation was founded on 3rd May 2002 by Dr. Shahidur Rahman, the most influential and renowned teacher of homeopathy in Bangladesh. We provide free consultation and free medicine to the poor people. We have treated 22,000 (twenty two thousand) people from various acute and chronic diseases since May 2002.
Presently we are running only one (free treatment) centre at Aafa homoeo centre, Khilgao, Dhaka. The free treatment program of this charitable organisation were run by the member's personal contribution all these days. But now we are trying to raise our fund from the charities of generous persons and organisations.
Our primary goal is to establish one centre in every part of this densely populated Dhaka city. And our next target is to expand our program to every part of Bangladesh. We are expecting your maximum support & suggestions for the sick people.
with regards from
Dr. Shahidur Rahman
Homoeopathic Help Line Welfare Organisation
gov. reg. no.- dha-08051
saving a/c no.- 34194673
Janata Bank Limited
(local office)
1 Dilkusha c/a,
Dhaka-1000
Bangladesh
Office address
Dr. S. M. Jahangir Alam
Afa homoeo centre
761/A Khilgao
Road no.- 23
Dhaka-1219
Bangladesh
ph : +880-7219362
+880-01819449960
+880-01718082515
+880-01916038527
E-mail : homoeopathicHelpLine@yahoo.com
Website : http://homoeopathicHelpLine.blogspot.com
Graphic website : http://www.flickr.com/photos/homoeopathic_helpline/
Wednesday, December 1, 2010
Free Pharmacological Treatment for Schizophrenia in Developing Countries –Case for a Public Health Intervention
| ||||