শ্রীমঙ্গল প্রতিনিধি, ২২ আগস্ট ২০১০
শনিবার শ্রীমঙ্গলে হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন করা হয়েছে। শহরের কোর্ট রোডের কার্যালয়ে এর উদ্বোধন করেন বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক প্রভাষক ডা. ছাদিক আহম্মদ। ডা. রবীন্দ্র কুমার চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন একুশে টেলিভিশন মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, ডা. বিরেন্দ্র চন্দ্র দে, ডা. সুব্রত বীর ভুলু, ডা. আলাউল রাজী, শাহ আবদুল আজিজ প্রমুখ। দাতব্য চিকিৎসালয়ে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দু'জন চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবেন এবং জটিল রোগের জন্য ৫ সদস্যের চিকিৎসক দলের একটি বোর্ড গঠন করা হয়েছে।
Source: Daily Samakal,
Source: Daily Samakal,